করোনা আক্রান্ত চিকিৎসকের সংখ্যা ৫০০ ছাড়া‌লো

নিজস্ব প্রতিবেদক: দেশে করোনাভাইরাসে (‌কো‌ভিড-১৯) আক্রান্ত চিকিৎসকের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে। করোনা রোগীদের চিকিৎসা করতে গিয়ে আক্রান্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সংখ্যা দিন দিন বাড়ছে।

রাজধানীসহ সারা দেশে আক্রান্ত চিকিৎসকের সংখ্যা এখন ৫২৩ জন। এর মধ্যে সর্বোচ্চসংখ্যক ৩৮৯ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালের চিকিৎসক।

শনিবার (২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বেসরকারি সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস (এফডিএসআর)।

এফডিএসআরের তথ্যমতে, ঢাকা ছাড়া আক্রান্ত চিকিৎসকদের মধ্যে বরিশাল বিভাগে ৯ জন, চট্টগ্রামে ১৭ জন, সিলেটে ৭ জন, খুলনায় ৩০ জন, রংপুরে ৭ জন, ময়মনসিংহ ৬১ জন এবং রাজশাহী বিভাগে ৩ জন রয়েছেন।

এদিকে মহামারি করোনাভাইরাসে দেশে ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয় বলে শনিবার (২ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে জানানো হয়। এর ফলে করোনায় দেশে মৃত্যু সংখ্যা ১৭৫ জন।

আক্রান্ত হিসেবে ওই ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হন আরও ৫৫২ জন। ফলে দেশে করোনা রোগীর সংখ্যা দাঁড়াল আট হাজার ৭৯০ জনে। এ ছাড়া সুস্থ হয়েছেন আরও তিনজন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা ১৭৭।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। বাড়ছে মৃত্যুও।

চার মাস আগে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া এ ভাইরাস ক্রমে গোটা বিশ্বকে বিপর্যস্ত করে দিয়েছে। চীন পরিস্থিতি অনেকটাই সামাল দিয়ে উঠলেও এখন মারাত্মকভাবে ভুগছে ইউরোপ-আমেরিকা-এশিয়াসহ বিশ্বের অন্যান্য অঞ্চল।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী লাখ ৪০ হাজার ৯৮৮ জন মৃত্যুবরণ করেছেন। আক্রান্ত হয়েছেন মোট ৩৪ লাখ ৩২ হাজার ৩০২ জন। সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৯৫ হাজার ৫০৫ জন।

পূর্ববর্তী নিবন্ধছুটি বাড়ছে ১৬ মে পর্যন্ত
পরবর্তী নিবন্ধফটিকছড়ি উপজেলা ছাত্রলীগকে ধন্যবাদ জানিয়েছেন সাংসদ নজিবুল বশর মাইজভাণ্ডারী