দেশের অর্থনীতি পুনরুজ্জীবিত করতে সোনালী ব্যাংকের কর্মকর্তা – কর্মচারীরা নিরলস কাজ করে যাচ্ছে: এমডি 

নিজস্ব প্রতিবেদক: সারাবিশ্বের ন্যায় বাংলাদেশও করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। করোনাভাইরাস থেকে রক্ষা পেতে সামাজিক দূরত্ব বজায় রাখার যে নির্দেশনা দেওয়া হয়েছে, সেটিজ মানছে না গ্রাহকরা সেই কারণে আতঙ্কে আছেন ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা। তার মধ্যেও নিরলস কাজ করে যাচ্ছেন সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। এ বিষয়ে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আতাউর প্রধান বলেন, করোনার মধ্যেও আমাদের ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা দেশের অর্থনীতি সচল রাখতে নিরলস কাজ করে যাচ্ছেন। তিনি মনে করেন, জনগণের মধ্যে আরও সচেতন হতে হবে। তিনি বলেন, অর্থনীতিতেও স্থবীরতা নেমে এসেছে। এই স্থবিরতা কাটিয়ে বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখতে প্রধানমন্ত্রী বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। এরই অংশ হিসেবে দেশের বিভিন্ন খাতে ক্ষতি কাটিয়ে উঠতে আর্থিক প্রণোদনা ঘোষনা করা হয়েছে। অর্থনীতিতে হঠাৎ নেমে আসা স্থবিরতা বা ক্ষতি কাটিয়ে উঠতে বিভিন্ন খাতে সরকার ঘোষিত বিভিন্ন আর্থিক প্রণোদনা বাস্তবায়নে বাংলাদেশের সর্ববৃহৎ নেটওয়ার্ক সমৃদ্ধ রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে যাচ্ছে। এই ক্রান্তিকালে ঝুঁকির মধ্যেও সোনালী ব্যাংকের দেশব্যাপি ১ হাজার ২২২ টি শাখার মাধ্যমে জরুরী ব্যাংকিং সেবা চালু রাখা হয়েছে। জাতীয় স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে দেশের অর্থনীতিকে পুনরুজ্জিবীত করার লক্ষে সরকার ঘোষিত বিভিন্ন আর্থিক প্রণোদনার প্যাকেজ বাস্তবায়নে সোনালী ব্যাংক এই সংকটকালেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। এমডি আরো বলেন, আমাদের ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা প্রতিকুল পরিবেশের মধ্যেও নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে। যুগান্তকারি বিভিন্ন সময়োপযোগি সিদ্ধান্ত পর্ষদ সভায় ইতোমধ্যে গৃহীত হয়েছে। এমডি বলেন, বাংলাদেশ বিমানকে ১ হাজার কোটি টাকার ঋণ দেওয়া হচ্ছে। এছাড়াও বিভিন্ন শিল্প, কৃষি, ব্যবসা ও বাণিজ্য খাতে আর্থিক প্রণোদনার জন্য আবেদন প্রস্তাব যাচাই করে কেন্দ্রীয় ব্যাংকে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদেশে করোনায় আরও ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৫২
পরবর্তী নিবন্ধ৮ মে থেকে সীমিত পরিসরে ফ্লাইট চালু হতে পারে