ফিলিস্তিনিদের রোজা রাখায় বাধা ইসরাইলের

পপুলার২৪নিউজ ডেস্ক:জেরুজালেমে ফিলিস্তিনিদের রোজা রাখায় বাধা দিচ্ছে ইসরাইলি পুলিশ। স্থানীয় ফিলিস্তিনিদের পক্ষ থেকে এমন অভিযোগ এসেছে।

পূর্ব জেরুজালেমের আল জোয উপত্যকা ও আশপাশের এলাকায় রোজা রাখার জন্য এলাকায় ঘুরে ঘুরে মানুষের ঘুম ভাঙানো ব্যক্তিকে বাধা ও গ্রেফতারের হুমকি দিয়েছে ইসরাইলি পুলিশ।

বুধবার ভোর রাতেও এমন ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিন শেষ রাতে রোজা রাখতে মানুষদেরকে ঘুম থেকে জাগান আরিন জানিন নামে এক ফিলিস্তিনি।

বুধবার ইসরাইলি পুলিশ তাকে এ কাজে বাধা দেয় এবং সামনের থেকে এ কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়। তারা আরও বলেন, আরিনকে কঠোর ভাষায় বলে দেয়া হয়েছে, ফের যদি তাকে শেষ রাতে রাস্তায় হাঁটতে এবং ঢোল বাজিয়ে মানুষের ঘুম ভাঙাতে দেখা যায় তাহলে তাকে গ্রেফতার করা হবে। কুদস নিউজ

পূর্ববর্তী নিবন্ধসিলেটে শ্বাসকষ্ট নিয়ে নারায়ণগঞ্জ থেকে আসা পুলিশ সদস্যের মৃত্যু
পরবর্তী নিবন্ধগবেষণাগার নয়, করোনাভাইরাসের সৃষ্টি প্রাকৃতিকভাবেই : ডব্লিউএইচও