ফটিকছড়িতে দুস্থ পরিবারের পাশে দাড়িয়েছে পাইন্দং সূর্য্যগিরী আশ্রম

আলমগীর নিশান ;

হযরত জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্ট নিয়ন্ত্রিত ফটিকছড়ির পাইন্দং সূর্যগিরী আশ্রম কতৃপক্ষ মানবতায় সেবায় এগিয়ে এসেছে।

১ লা মে শুক্রবার সকালে করোনা মহামারিতে গৃহবন্দী, দুস্থ, দরিদ্র মানুষের জন্য ইফতার সামগ্রি বিতরণ করা হয়েছে।

শাহছুফি হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মা: জি: নির্দেশে করোনা পরিস্তিতি মোকাবিলায় সহায়তার হাত বাড়িয়ে দেয় মাইজভান্ডারী ট্রাস্ট।

উপজেলা পরিষদ প্রাঙ্গনে ইফতার বিতরন অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিন, ফটিকছড়ি পুজা উদযাপন কমিটির সভাপতি রতন কুমার দে, সূর্য্যগিরী আশ্রম শাখার সভাপতি ডাক্তার বরুন কুমার আচার্য্য বলাই, রুবেল শীল, মনিক বড়ুয়া প্রমুখ। এসময় ১০০ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।

পূর্ববর্তী নিবন্ধদেশে করোনায় আরও ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৭১
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে দু’পক্ষের মারামারিতে তরুণ খুন