দেশে ৩৯২ চিকিৎসকসহ করোনা আক্রান্ত ১০০১ স্বাস্থ্যকর্মী

নিজস্ব প্রতিবেদক:গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩২ জনসহ মোট ৩৯২ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চিকিৎসক, নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীসহ চিকিৎসাসেবায় নিয়োজিতদের মধ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ১ জনে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাতে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) দপ্তর সম্পাদক অধ্যাপক ডা. মোহা. শেখ শহীদ উল্লাহ ও সোসাইটি ফর নার্সেস সেফটি অ্যান্ড রাইটসের মহাসচিব সাব্বির মাহমুদ তিহান এ তথ্য নিশ্চিত করেন।

মোহা. শেখ শহীদ উল্লাহ বলেন, সারা দেশে এ পর্যন্ত ৩৯২ জন চিকিৎসক ও অন্য স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন ২৯৮ জন।

সোসাইটি ফর নার্সেস সেফটি অ্যান্ড রাইটসের মহাসচিব সাব্বির মাহমুদ তিহান বলেন, দেশে মোট ৩১১ জন নার্স করোনায় আক্রান্ত। এদের মধ্যে পাঁচজন সন্তানসম্ভবাও রয়েছেন। সুস্থ হয়েছেন ১৫ জন। হাসপাতালে চিকিৎসাধীন ৫০ জন। বাকিরা বাড়িতে আইসোলেশনে আছেন। এছাড়া কোয়ারেন্টিনে আছেন ৪৫০ জন।

বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন ও সোসাইটি ফর নার্সেস সেফটি অ্যান্ড রাইটসের হিসাব অনুযায়ী, দেশে এ পর্যন্ত ৩৯২ জন চিকিৎসক, ৩১১ জন নার্স ও ২৯৮ জন অন্য স্বাস্থ্যকর্মীসহ মোট ১ হাজার ১ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধবেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও ভর্তি অনলাইনে
পরবর্তী নিবন্ধকল-কারখানা-ব্যবসা প্রতিষ্ঠান খুলতে বসছে আন্তঃমন্ত্রণালয় সভা