সোনালী ব্যাংকের শিল্প ভবন কর্পোরেট শাখা বন্ধ

নিজস্ব প্রতিবেদক: ব্যাংক কর্মকর্তার করোনাভাইরাস সংক্রমণ হওয়ায় রাজধানীর দিলকুশা শিল্প ভবনের সোনালী ব্যাংকের কর্পোরেট শাখা সাময়িক বন্ধ ঘোষণা করা হ‌য়ে‌ছে।

সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আতাউর রহমান প্রধান।

তিনি জানান, ব্যাংকের শিল্প ভবন কর্পোরেট শাখার এক কর্মকর্তার কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে। তাই শাখাটি বন্ধ রাখা হ‌য়ে‌ছে।

তিনি বলেন, যে কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তার স‌ঙ্গে আ‌রো চার কর্মী ছিলেন। তারাসহ শাখার সবাইকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এখন আপাতত ব্যাংকের শাখা‌টি বন্ধ থাকবে।

উক্তশাখার গ্রাহকদেরকে মঙ্গলবার থেকে পার্শ্ববর্তী দিলকুশা কর্পোরেট শাখা থেকে জরুরি সেবা গ্রহণের জন্য অনুরোধ করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর আরেক খুনি মোসলেম পশ্চিমবঙ্গে আত্মগোপনে: আনন্দবাজার
পরবর্তী নিবন্ধআরও সোয়া ৬ কোটি টাকা, সাড়ে ৯ হাজার টন চাল বরাদ্দ