সাংবাদিকে মারধর : ওয়ারী থানার এসআই প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ওয়ারীতে বাংলাদেশ প্রতিদিনের আদালত প্রতিনিধি আইনজীবী তুহিন হাওলাদারকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমানকে ক্লোজ (প্রত্যাহার) করে ডিসি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) শাহ ইফতেখার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঘটনার প্রাথমিক তথ্যের ভিত্তিতে ওই অভিযুক্ত এসআইকে প্রত্যাহার করা হয়েছে। ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একটি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

ডিসি বলেন, ‘ঘটনার তদন্ত হবে। তদন্তে দোষী সাব্যস্ত হলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এর আগে বৃহস্পতিবার দুপুরে টিকাটুলির কে এম দাস রোডে বাংলাদেশ প্রতিদিনের আদালত প্রতিনিধি আইনজীবী তুহিন হাওলাদারকে মারধর করে ওয়ারী থানা পুলিশ। রক্তাক্ত অবস্থায় সাংবাদিক তুহিনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত তুহিন বলেন, ‘দুপুরে কে এম দাস রোডে ওয়ারী থানার এসআই মাহবুবুর রহমানসহ একজন পুলিশ ও একজন আনসার সদস্য আমার বাইক থামাতে বলেন। বাইক থামালে ঘর থেকে কেন বের হয়েছি বলেই মারধর করেন। তারা আমাকে কোনো কথাই বলতে দেননি।’

পূর্ববর্তী নিবন্ধসমগ্র বাংলাদেশকে সংক্রমণে ঝুঁকিপূর্ণ ঘােষণা
পরবর্তী নিবন্ধকচুয়ায় ডাক্তারসহ ৪ জনের নমুনা সংগ্রহ ॥ হোমকোয়ারেন্টাইনে ৩৯৪জন