আলমগীর নিশান ;
ফটিকছড়ির সংসদ সদস্য এবং বাংলাদেশ তরিকত ফেডারেশন চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর বিরুদ্ধে কুটুক্তিমূলক বক্তব্য রাখায় উপজেলার বাগানবাজার ইউপি চেয়ারম্যান মোঃ রুস্তম আলীর বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে ভূজপুর থানায় মামলা দায়ের হয়েছে।
গত ৮ এপ্রিল তরিকত ফেডারেশন কর্মী বাগানবাজার ইউপির ৬ নং ওয়ার্ড এলাকার ওমর ফারুক বাদী হয়ে এ মামলা দায়ের করে। ভূজপুর থানার মামলা নং ০৫ তাং ০৮/০৪/২০ ধারাঃ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/৩১।
ভুজপুর থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে, গত ১৬ জানুয়ারী রাত সাড়ে ৮ টায় বাগানবাজার ইউপির বড়বিল মতিননগর গ্রামের মতিননগর জামে মসজিদের মাঠে অনুষ্ঠিত তাফসিরুল কোরআন মাহ্ফিলে বক্তব্য রাখতে গিয়ে ফটিকছড়ির সাংসদ বাংলাদেশ তরিকত ফেডারেশন চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে কুরুচিপূর্ণ, অপমানজনক কথা বার্তা বলেন।
সম্প্রতি প্রিয় বাগানবাজার নামক ফেসবুক ফেজে বক্তব্যের রেকর্ডসহ ভিডিওটি পোস্ট করা হলে তা ইন্টারনেট ও ইউটিউবে ভাইরাল হয়। এতে করে মাননীয় সাংসদ, বাংলাদেশ তরিকত ফেডারেশনের সমর্থকদের মধ্যে বিশৃঙ্খলাসহ আইনশৃঙ্খলা অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
গত ৭ এপ্রিল বাদী ফেসবুক আইডির মাধ্যমে ইউটিউবে ভিডিওটি দেখতে পেয়ে দল এবং দরবার সমর্থকদের সাথে আলাপ আলোচনা করে এ মামলা দায়ের করে বলে জানা গেছে।
এ ব্যাপারে জানতে চাইলে চেয়ারম্যান রুস্তম আলী মুটোফোনে বলেন, এ বিষয়ে আমি কিছুই জানিনা।
১৬ তারিখের মাহফিলে আমি এমপি সাহেবকে নিয়ে কোন খারাপ মন্তব্যই করিনাই। এজাহার পেলে আমি বিস্তারিত জানতে পারব।
এ ব্যাপারে জানতে চাইলে ভূজপুর থানার অফিসার ইনচার্জ শেখ আব্দুল্লাহ বলেন, অফিসার ইনচার্জ (তদন্ত) এর মাধ্যমে মামলাটি তদন্তনাধীন রয়েছে।