ত্রিনয়ন ফাউন্ডেশনের উদ্যোগে গরীব অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ

মুকসুদপুর প্রতিনিধি: সারা বিশ্বের ন্যায় বাংলাদেশএ করোনাভাইরাস দিনে দিনে বাড়ছে । সেই কারণে গরীব অসহায় মানুষ কষ্ট বাড়ছে। গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার নয়টি গ্রামে গরীব অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে ত্রিনয়ন ফাউন্ডেশন। আজ শুক্রবার মুকসুদপুরে গরীব অসহায় পরিবার মাঝে ত্রিনয়ন ফাউন্ডেশনের উদ্যোগে ও ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মোঃ ইমরান হোসেন মোল্লা এর পৃষ্ঠপোষকতায় রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ও মুকসুদপুরের ৯ টি গ্রামে অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ হিসেবে চাল, ডাল, তেল, লবন, আলু, সাবান, স্যালাইন ইত্যাদি বিতরণ করা হয়। গ্রামগুলো হলো – গোপালপুর, আদমপুর, কৃষ্ণপুর, রসুলপুর, পুরাতন মুকসুদপুর, দাসেরহাট, ভাকুড়ি, ঢাকপাড়, কৃষ্ণাদিয়া এবং ঢাকার বাড্ডা ও মহাখালী এলাকা।

এবিষয়ে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মোঃ ইমরান হোসেন মোল্লা বলেন, সারাবিশ্বের ন্যায় আমাদের দেশে করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ছে। গরীব ও অসহায় মানুষ খুবই কষ্ট পাচ্ছে। এখন তাদের কোন কাজ করার সুযোগ নেই। তাই, ত্রিনয়ন ফাউন্ডেশনের উদ্যোগে আমার নিজ উপজেলায় যতটুকু পেরেছি বিভিন্ন গ্রামে গরীব, কর্মহীন ও অসহায় মানুষের সাহায্য করতে ক্ষুদ্র প্রচেষ্টা করেছি। আগামীতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। সমাজের সকল বিত্তশালীকে অসহায় ও গরীব লোকজনের বিপদে এগিয়ে আসতে তিনি আহবান জানান।

পূর্ববর্তী নিবন্ধশনিবার করোনার নমুনা টেস্ট কিট সরকারকে দেবে গণস্বাস্থ্য
পরবর্তী নিবন্ধকিশোরগঞ্জে আরও ৬ জন করোনায় আক্রান্ত