যেকোনো সময় মাজেদের ফাঁসি কার্যকর: স্বরাষ্ট্রমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের ফাঁসির রায় কার্যকরে কোনও বাধা নেই জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, খুনি মাজেদের ফাঁসির রায় যেকোনো সময় কার্যকর করা হবে।

বৃহস্পতিবার সকালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহামান্য রাষ্ট্রপতি আবদুল মাজেদের প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দিয়েছেন। এখন আর তার ফাঁসির রায় কার্যকরে কোনো বাধা থাকলো না।

এর আগে বুধবার সন্ধ্যায় রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেন আব্দুল মাজেদ। আবেদন খারিজের পর নিয়ম অনুযায়ী তার ফাঁসির কার্যকরে আর কোনো বাধা নেই।

এদিকে ফাঁসি কার্যকরের সব ধরনের প্রস্তুতি রয়েছে কারা কর্তৃপক্ষের। তারা বলছেন, নির্দেশ পেলেই যেকোনো মুহূর্তে ফাঁসি কার্যকর করা হবে। এর আগে মৃত্যুর পরোয়ানা হাতে পেয়ে পড়ে শোনানোর পর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চান আব্দুল মাজেদ।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বের যেকোনো প্রান্তে আটকে পড়া বাংলাদেশিদের ফেরত আনা হবে
পরবর্তী নিবন্ধদেশে করোনায় আরো ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১২