মন্ত্রিসভার বৈঠক হচ্ছে সোমবার

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস সংক্রমণের মধ্যে টানা ১৭ দিনের সরকারি ছুটি চলছে। এর মধ্যে মন্ত্রিসভার বৈঠক হচ্ছে সোমবার (৬ এপ্রিল)। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বেলা ১১টায় এই বৈঠক হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (মন্ত্রিসভা ও রিপোর্ট অনুবিভাগ) মো. আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরও বলেন, ‘তবে যাদের এজেন্ডা আছে, শুধু সেই মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবরা বৈঠকে উপস্থিত থাকবেন।’

-জাগো নিউজ

পূর্ববর্তী নিবন্ধসরকারি ব্যয়ে বিদেশ ভ্রমণ নিরুৎসাহিত করা হচ্ছে
পরবর্তী নিবন্ধকেউ যেন ঢাকায় ঢুকতে বা বের হতে না পারে: আইজিপি