নিজস্ব প্রতিবদক:চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশনে থাকা ওই রোগীর নমুনা পরীক্ষার পর করোনা ‘পজেটিভ’ ধরা পড়ে। আক্রান্ত ব্যক্তি পুরুষ। তার বয়স ৬৭ বছর। তিনি নগরীর দামপাড়া এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে শুক্রবার রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, জেনারেল হাসপাতালের আইসোলেশনে থাকা এক ব্যক্তির করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
স্বাধীনতা চিকিৎসক পরিষদের করোনাবিষয়ক সেলের বিভাগীয় সমন্বয়কারী ডা. আ ম ম মিনহাজুর রহমান বলেন, ‘বৃহস্পতিবার করোনা উপসর্গ থাকায় নগরীর দামপাড়া এলাকার ৬৭ বছরের একজনকে জেনারেল হাসপাতালের আইসোলেশনে রাখা হয়। এরপর নমুনা সংগ্রহ করে বিআইটিআইডিতে পরীক্ষার পর পজেটিভ পাওয়া যায়। আক্রান্ত ব্যক্তির বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে।’
তিনি আরও জানান, করোনা সন্দেহে এদিন বিআইটিআইডিতে ৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে একজনের ‘পজেটিভ’ পাওয়া যায়।
এর আগে বিআইটিআইডিতে ৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। সবমিলিয়ে এ পর্যন্ত ৮৭ জনের নমুনা পরীক্ষা করেছে বিআইটিআইডি।