গোপালগঞ্জে বিভিন্ন শ্রেনী পেশার লোকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোপালগঞ্জ প্রতিনিধি:

করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়ায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ৫শ’ চা বিক্রেতার মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান উপজেলার বিভিন্ন সড়কের পাশের হাট-বাজারের ৫শ’ চা বিক্রেতার দোকানে দোকানে গিয়ে চাল, ডাল, তেল, লবণ,পিয়াজ, মরিচসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান বলেন, করোনা ভাইরাসের কারণে চা বিক্রেতাদের দোকান বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছে। তাই সরকার এসব চা বিক্রেতাদের কথা চিন্তা করে এদেরকে খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করছে। এরই অংশ হিসেবে আজ আমরা প্রথম পর্যায়ে দোকানে দোকানে গিয়ে ৫শ’ চা বিক্রেতাকে খাদ্য সামগ্রী পৌছে দিলাম।
এসব বিক্রেতাকে নির্দেশ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে নির্দেশনা না দেওয়া পর্যন্ত এরা দোকান বন্ধ রাখবে।
এছাড়া, করোনা মোকাবেলায় গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম এর পক্ষে ৯শ দুঃস্থ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে। বুধবার সকালে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ সাহাবুদ্দিন হিটু ও গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এদিকে, সকালে গোপালগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ সাহাবুদ্দিন হিটু সদর উপজেলার দূর্গাপুর, কাঠি, মাঝিগাতি, কাজুলিয়া এবং রঘুনাথপুর ইউনিয়নের ৩শতাধিক কর্মহীন মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। খাদ্য সহায়তার মধ্যে রয়েছে প্রত্যেককে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, দুই কেজি আলু, এক কেজি পিয়াজ, এক কেজি লবন, এক লিটার তেল এবং একটি সাবান।
অন্যদিকে, গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পৌর এলাকার নিন্ম আয়ের ৬শ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় পৌর মেয়র লিয়াকত আলী উপস্থিত ছিলেন।

 

পূর্ববর্তী নিবন্ধদ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ পরিস্থিতিতে বিশ্ব: জাতিসংঘ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আইসোলেশনে থাকা কিশোরের মৃত্যু