নিজস্ব প্রতিবেদক:
গত ২৪ ঘণ্টায় ১৪০ জনের নমুনা সংগ্রহ করে দুইজনের দেহে করোনা শনাক্ত করা গেছে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
এর ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫১ জন।
বুধবার (৩১ মার্চ) দুপুরে ভার্চুয়াল ব্রিফিংয়ে কোভিড-১৯ মহামারির সর্বশেষ পরিস্থিতি তুলে ধরার সময় প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ কথা জানান।
তিনি জানান, বাংলাদেশে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও ছয়জন। আক্রান্তদের মধ্যে এ নিয়ে মোট ২৫ জন সংক্রমণমুক্ত হলেন।
নতুন করে কারও মৃত্যুর তথ্য না আসেনি। মৃতের মোট সংখ্যা ৫ জনই আছে।