মেহের মামুন (গোপালগঞ্জ) প্রতিনিধি:
প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে বনগ্রাম বাজারে জীবানু নাশক স্প্রে করেছে বনিক সমিতি। ২৭ মার্চ শুক্রবার সকালে বনিক সমিতির উদ্যোগে বনগ্রাম বাজারের সকল অলিগলিতে জীবানু নাশক স্প্রে ছিটানো হয়। এছাড়াও জনগনের মাঝে সচেতনতা বৃদ্ধিতে লিপলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মহারাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফ আলী আশু মিয়া, বনিক সমিতির সভাপতি লিয়াকত হোসেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কাইয়ুম মোল্যা, সদস্য ফরিদ মোল্যাসহ বাজার বনিক সমিতির অন্যান্য সদস্য বৃন্দ। বনিক সমিতির সভাপতি লিয়াকত হোসেন জানান করোনাভাইরাস নিয়ন্ত্রনে আসার আগ পর্যন্ত আমাদের এই কর্মসুচি পালন করা হবে। এবং সরকারী সকল দিক নির্দেশণা বাজারের সকল ব্যবসায়ী মেনে চলার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।