ছাতকে চিনি ছাড়া আদা-চায়ে করোনামুক্তির গুজবে তোলপাড়

নুর উদ্দিন : করোনাভাইরাস ঠেকাতে এবার ‘চিনি ছাড়া রং চা’ এর গুজব ছড়িয়ে পড়েছে সুনামগঞ্জের ছাতকের গ্রাম-গঞ্জে। গুজবটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তোলপাড়।
গুজবে আতঙ্কিত হয়ে মানুষ বলাবলি করছে- সিলেট বিভাগের কোন এক উপজেলায় একটি বাচ্চার জন্ম হয়েছে। বাচ্চাটি মৃত্যুর ২ মিনিট আগে সবাইকে বলেছে করোনাভাইরাস থেকে মুক্তি পেতে হলে চিনি-দুধ ছাড়া আদা-চা খেতে হবে। এছাড়া বিভিন্ন মানুষ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে বলছেন- এক সাথে বাংলাদেশের সকল মসজিদে আযান হচ্ছে। খুব দ্রুত করোনাভাইরাস দেশ থেকে চলে যাবে আরো ইত্যাদি।
এদিকে সচেতন মহলের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে এসব গুজব থেকে সকলকে সতর্ক থাকতে বলছেন।

পূর্ববর্তী নিবন্ধদেশের সার্বিক পরিস্থিতি তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে : ওবায়দুল কাদের
পরবর্তী নিবন্ধসুনামগঞ্জে করোনা সংক্রমণ সংকটকালীন সময়ে অতি দরিদ্রদের জন্য চাল ও নগদ অর্থ বরাদ্দ