স্পেনে মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়ালো

পপুলার২৪নিউজ ডেস্ক:করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্পেনে মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে। এর আগে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা চীনকে ছাড়িয়েছে ইউরোপীয়ান ইউনিয়নভুক্ত এ দেশটি। মোট মৃত্যুর হিসেবে এখন পর্যন্ত বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে ইউরোপের এই দেশটিতে।

এদিকে স্থানীয় সংবাদ মাধ্যম হলি এলিয়েটের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসি আরও জানায়, স্পেনের পার্লামেন্ট জরুরি অবস্থার সময় আরও বাড়ানোর পাশাপাশি লকডাউনের সময় দুই সপ্তাহ বাড়িয়েছে।

স্পেনে সংক্রমণের হার বেড়ছে পাঁচগুণ এবং বর্তমানে প্রায় ২৭ হাজার মানুষকে হাসপাতালে চিকিৎসা দিতে হচ্ছে।

ভাইরাসের প্রকোপ সবচেয়ে বেশি ছড়িয়েছে রাজধানী মাদ্রিদে, তবে উত্তর-পূর্বের কাতালোনিয়া অঞ্চলে দ্রুতবেগে বাড়ছে সংক্রমণের হার।

এর আগে দেশটির উপ-প্রধানমন্ত্রী কারমেন কালভো করোনভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সরকার।

আরো দুই সপ্তাহের জন্য বাড়িয়ে ১১ এপ্রিল পর্যন্ত স্পেনে জরুরি অবস্থা বাড়ানো হবে কি-না, তা নির্ধারণ করতে ভোট দেবেন দেশটির সংসদ সদস্যরা।

বর্তমান পরিস্থিতিতে জরুরি কেনাকাটা বা ওষুধ কেনা এবং কাজের জন্য ছাড়া ঘরের বাইরে বের হওয়া নিষিদ্ধ।

বুধবার জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, সারা বিশ্বে এখন পর্যন্ত ৪ লাখ ৬০ হাজারেরও বেশি মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে – এদের মধ্যে মৃত্যু হয়েছে ২০ হাজারের বেশি মানুষের, আর এখন পর্যন্ত এক লাখ ১০ হাজারের বেশি মানুষ সুস্থ হয়েছেন।

বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়, মাদ্রিদ শহরে মৃতদের সৎকার করার প্রতিষ্ঠান মঙ্গলবার জানায় যে তারা কোভিড-১৯ রোগে আক্রান্তদের মৃতদেহ সংগ্রহ করা বন্ধ করে দিয়েছে। শহরের প্রধান আইস রিঙ্ক বা বরফের মধ্যে স্কেটিং করার জায়গা ব্যবহার করা হবে অস্থায়ী মর্গ হিসেবে।

নাগরিকদের সহায়তা করতে যাওয়া সেনাবাহিনীর সদস্যরা কিছু বৃদ্ধ নিবাসে গিয়ে দেখতে পান যে সেখানে প্রবীণদের ফেলে রেখেই চলে গেছে নিবাসের কর্মীরা। সেখানে কয়েকজনকে মৃত অবস্থায়ও পান তারা।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় যে নিবাসের কয়েকজন বাসিন্দার মধ্যে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর তাদের ফেলে চলে যান কয়েকটি নিবাসের কর্মীরা।

সূত্র: সিএনবিসি, বিবিসি

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে বাসায় গিয়ে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করবে বিআইটিআইডি 
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীকে ইমরান খানের অভিনন্দন