মুজিব উল্ল্যাহ্ তুষার :
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দিদের হাতে তৈরি হচ্ছে মাস্ক। এসব মাস্ক বিনামূল্যে পাবেন কারারক্ষী ও কর্মকর্তারা। নামমাত্র মূল্যে কারাগারের ভেতর থাকা ক্যান্টিন থেকে মাস্ক সংগ্রহ করতে পারবেন বন্দিরা।
কারাগার সূত্র জানায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মঙ্গলবার (২৪ মার্চ) কারাগারে বন্দিদের দিয়ে মাস্ক তৈরির কাজ শুরু হয়। প্রথম দিন প্রায় সাড়ে তিনশ মাস্ক তৈরি হয়। বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো তৈরি হচ্ছে মাস্ক।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. কামাল হোসেন আমাদের নতুন সময়কে বলেন, কারাবন্দিদের দিয়ে মাস্ক তৈরি হচ্ছে। এসব মাস্ক বিনামূল্যে কারারক্ষী ও কর্মকর্তাদের মাঝে বিতরণ করা হবে। এছাড়া নামমাত্র মূল্যে কারা ক্যান্টিন থেকে মাস্ক সংগ্রহ করতে পারবেন বন্দিরা।
মো. কামাল হোসেন আরো বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা কারাগারের ভেতর মাস্ক তৈরির কাজ করছি।
প্রতিদিন গড়ে সাড়ে তিনশ মাস্ক তৈরি হচ্ছে। ১০-১২ জন কারাবন্দি এসব মাস্ক তৈরির কাজ করছে। বর্তমানে কারাগারে অন্যান্য পণ্য উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে বলেও জানান।