গোপালগঞ্জের অফিসে অফিসে করোনা সংক্রমন ঠেকাতে নানা উদ্যোগ

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের অফিসে অফিসে করোনা সংক্রমন ঠেকাতে নানা উদ্যোগ নেয়া হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন অফিসের সামনে সাবান-পানি রাখা হয়েছে। হাত ধুঁয়ে তারপর অফিসে প্রবেশ করতে হচ্ছে।

এদিকে, করোনা আতংকে রাস্তা-ঘাটে মানুষের আনাগোনা কমে গেছে। অফিস-আদালতেও লোকজন কম আসছে। রিক্সা চালক ও দিন মজুরদের আয়-রোজগার কমে গেছে। সবার মধ্যেই একটা অজানা শংকা কাজ করছে।

সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ জানান, গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় আরো ৯৫ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ৩ জনের হোম কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হয়েছে। এখন জেলায় মোট ২৬৯ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে।

এদিকে, বিদেশ থেকে দেশে ফেরা অনেক প্রবাসী হোম কোয়ারেন্টাইনের নিয়ম না মেনে বাইরে ঘোরাফেরা করছেন বলে অভিযাগ উঠেছে। এতে আতংক ছড়িয়ে পড়েছে সাধারন মানুষের মাঝে। ইতোমধ্যে কাশিয়ানীতে তিন প্রবাসীকে ৩৫ হাজার এবং কোটালীপাড়ায় এক যুক্তরাজ্য প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

 

পূর্ববর্তী নিবন্ধএবার দিল্লি লকডাউন
পরবর্তী নিবন্ধওয়ালটনের মতো কোম্পানির পুঁজিবাজারে আসা উচিৎ