জাতীয় প্রেস ক্লাব ২১-৩১ মার্চ পর্যন্ত বন্ধ

নিজস্ব প্রতিবেদক:করোনাভাইরাস সংক্রমণের বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাব বন্ধ ঘোষণা করা হয়েছে। ২১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সব কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাইফুল আলম। শুক্রবার সকালে প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। পরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ রোধে ২১-৩১ মার্চ জাতীয় প্রেস ক্লাবের সব কর্মকাণ্ড বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে প্রেস ক্লাবের সব সদস্য, কর্মচারী, কর্মকর্তা ক্লাব চত্বরে আসা থেকে বিরত থাকবেন। উদ্ভূত পরিস্থিতিতে সবার সহযোগিতা একান্ত কাম্য।

প্রসঙ্গত চীনের হুবেইপ্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মহামারী আকার ধারণ করেছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ১৭৮ জনে। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪৬ হাজার ৭২২ জনে। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৬ হাজার ৫৪ জন। এরই মধ্যে বিশ্বের ১৭৬ দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।

বাংলাদেশে করোনার থাবায় একজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন অন্তত ১৭ জন। কোয়ারেন্টিনে ও আইসোলেশনে রয়েছেন বেশ কয়েকজন। সংক্রমণ ছড়িয়ে পড়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান লকডাউন হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় আজ থেকে লকডাউন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজুমার সুন্নত-নফল নামাজ ঘরে পড়ার আহ্বান
পরবর্তী নিবন্ধগোপালগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা বন্ধ করা হয়েছে দু’টি বিয়ের অনুষ্ঠান