তিন আসনের উপ-নির্বাচন ২১ মার্চই: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১০, বাগেরহাট-৪ ও গাইবান্ধা-৩ আসনের উপনির্বাচন তফসিল অনুযায়ী আগামী ২১ মার্চই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের জরুরি সভা শেষে কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর হোসেন এ সিদ্ধান্তের কথা জানান। এর আগে সিইসির সভাপতিত্বে কমিশন ভবনে জরুরি সভা অনুষ্ঠিত হয়।

দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ার কারণে ভোট নির্ধারিত দিনে হবে কিনা তা নিয়ে সংশয় ছিল। নির্বাচন পেছানোর কথা বলেছেন অনেক প্রার্থীও।

তবে ইসি সচিব বলেন, করোনাভাইরাসের কোনো প্রভাব ভোটে পড়বে না। এই দিন ভোট করা অসুবিধার চেয়ে সুবিধা বেশি। কমিশন এ ভোটের বিষয়ে সুবিধা-অসুবিধা দুটি বিষয়ই বিবেচনা করেছে। সুবিধা বেশি মনে হয়েছে বলেই ভোটের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সচিব বলেন, ঢাকা-১০ আসনে নির্বাচন যাতে বন্ধ হয় এ ধরনের কোনো অনুরোধ প্রার্থীদের কাছ থেকে পাওয়া যায়নি। নির্বাচন কমিশন সচিবের ভাষায় তারা এ বিষয়ে অনেক শ্রম ও টাকা-পয়সা খরচ করেছেন। এখন যদি নির্বাচন বন্ধ করা হয় তাহলে তারা ক্ষতির সম্মুখীন হবেন। নতুন করে ভোটের তারিখ নির্ধারণ করলে তাদের অনেক টাকার অপচয় হবে। এসব কথা চিন্তা করে ভোটের দিন না পেছানোর সিদ্ধান্ত হয়েছে। এছাড়া দেশে করোনাভাইরাস এখনো মহামারি আকারে ছড়ানি। তাই ভোট হবে।

সাংবাদিকরা জানতে চান- উপনির্বাচনে এমনিতে ভোটারদের উপস্থিতি কম হয় আবার করোনার কারণে ভোটার সংখ্যা কমে যাবে কিনা এ ধরনের প্রশ্নের জবাবে তিনি বলেন- আমরা চিন্তা করেছি খুব ভালো পরিবেশে যেহেতু ভোটার উপস্থিতি কম ছিল, তাই করোনার কারণে ভোটার কম হবে এটা ধরেই নেয়া হয়েছে। করোনার সংক্রমণ হওয়ার সম্ভাবনাও কম।

এই ভোটের কারণে যদি কেউ সংক্রমিত হয় কিংবা এর সংখ্যা বেড়ে যায় তাহলে এর দায়িত্ব নির্বাচন কমিশন নেবে কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে। প্রতিটি বুথের পাশে ব্যানার থাকবে। কি করণীয় ব্যানারে তার দিকনির্দেশনা থাকবে।

এ দিকে ২৯ মার্চ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন এবং যশোর-৬ ও বগুড়া-১ আসনের উপনির্বাচন হবে কিনা, সে ব্যাপারে পরে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান ইসি সচিব।

পূর্ববর্তী নিবন্ধইসলামী ব্যাংকের বান্দরবান শাখায় মুজিব কর্নার উদ্বোধন
পরবর্তী নিবন্ধতারিকুল ইসলাম চৌধুরী সাউথ বাংলা ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি