খিলগাঁওয়ে ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:রাজধানীর খিলগাঁওয়ের নাগদারপাড় এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তির (৩২) মৃত্যু হয়েছে। তার নাম-পরিচয় জানা যায়নি। রোববার (১৫ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) সাদেকুল ইলসাম বলেন, খিলগাঁও নাগদারপাড় এলাকায় ব্রিজের পাশে একটি ফাঁকা জায়গায় গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম-পরিচয় এখনও জানা যায়নি। মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঢাবি ক্যাম্পাসে রিকশা ভাড়া নির্ধারণ করে দিলো ডাকসু
পরবর্তী নিবন্ধতুহিনকে হত্যার দায়ে বাবা ও চাচার ফাঁসি