ঢাবি ক্যাম্পাসে রিকশা ভাড়া নির্ধারণ করে দিলো ডাকসু

নিজস্ব প্রতিবেদক:ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য রিকশা ভাড়া নির্ধারণ করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। আজ রবিবার থেকে পরীক্ষামূলকভাবে এই ভাড়া কার্যকর হবে বলে জানিয়েছে ডাকসুর সদস্য তানবির হাসান সৈকত। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীর দিনে চূড়ান্তভাবে কার্যকর হবে। এই ভাড়ার হার দূরত্ব ভেদে সর্বনিম্ন ১০ টাকা থেকে ৪০ টাকা পর্যন্ত।

ডাকসু জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ঢাবি এলাকায় রিকশা ভাড়া নির্ধারণ এবং তা কার্যকর করার লক্ষ্যে কাজ করছে। তারই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের মতকে গুরুত্ব দিয়ে রিকশা ভাড়ার চূড়ান্ত তালিকা প্রণয়ন করা হয়েছে। এই ভাড়া রবিবার থেকে পরীক্ষামূলকভাবে কার্যকর হতে যাচ্ছে। পরবর্তীতে ১৭ মার্চ বাঙালি জাতির ইতিহাসের মহানায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর দিন থেকে চূড়ান্তভাবে এই ভাড়া কার্যকর হবে।

ভাড়া কার্যকর করার আগে ক্যাম্পাসে যানবাহনে শৃঙ্খলা আনতে ও নির্ধারিত ভাড়া কার্যকর করতে প্রাথমিকভাবে ৫০ জন রিকশাচালককে নিবন্ধন করা হয়েছে বলে জানান ডাকসুর সদস্য সৈকত।

তিনি বলেন, তাদের জন্য আলাদা ড্রেস কোডের ব্যবস্থা থাকবে। এই নিবন্ধিত রিকশাচালক ছাড়া অন্য কোনও রিকশাচালক আমাদের নির্ধারিত বক্সগুলোতে দাঁড়াতে পারবেন না। অন্য রিকশা ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে কিন্তু দাঁড়াতে পারবে না। সকলেই আমাদের নির্ধারণ করে দেওয়া ভাড়ার তালিকা মেনে চলবেন। পরবর্তীতে এই রিকশার সংখ্যা আরও বাড়ানো হবে।

বক্সের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আপাপত ক্যাম্পাসে ১৭টি বক্স মার্ক করা হয়েছে। এই বক্সেই রিকশা দাঁড়াবে। এই বক্সের সংখ্যা আরও বাড়ানো হবে বলেও জানান তিনি। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে, রিকশাচালকদের কাছ থেকে ২ কপি ছবি এবং জাতীয় পরিচয়পত্র/ রিকশার লাইসেন্স /জন্ম সনদ এর ফটোকপি নিয়ে রাখছে ডাকসু।

পূর্ববর্তী নিবন্ধকরোনা মোকাবিলায় সার্ক দেশগুলোর জন্য সংস্থা স্থাপনের প্রস্তাব প্রধানমন্ত্রীর
পরবর্তী নিবন্ধখিলগাঁওয়ে ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবকের মৃত্যু