সারোয়ার আলমের বিরুদ্ধে মিথ্যা রিট বাতিলের দাবিতে মানববন্ধন

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের বিরুদ্ধে হাইকোর্টে দায়ের করা মিথ্যা রিট বাতিলের দাবিতে মানববন্ধন করেছে একটি সামাজিক সংগঠন।

শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি করে ‘নিরাপদে চলি সোসাইটি ও সংশোধন চলচ্চিত্র পরিবার’।

বক্তারা বলেন, ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম ওষুধ, খাদ্যপণ্যসহ বিভিন্ন ভেজালকারীদের বিরুদ্ধে অভিযান করছে। অভিযান পরিচালনার সময় তিনি কারও ব্যক্তি প্রতিষ্ঠানকে ছাড় দেননি। অভিযান চালাকালে তিনি কারেও সঙ্গে আপস করেন না। ভেজাল প্রতিরোধে রাষ্ট্র ও ভোক্তার স্বার্থে তার এ অভিযান। এমন একজন ভালো মানুষ, ভালো ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে একটি কুচক্র মহল মিথ্যা রিট দায়ের করেছে, আমরা তাদের বিচার চাই।

মানববন্ধন থেকে বিষয়টি সমাধানের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।

মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সারোয়ার আলমের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা রিট যদি বাতিল করা না হয় এবং এই ঘটনার জন্য যদি ক্ষমা চাওয়া না হয় তাহলে রিটকারীর বিরুদ্ধে সারাদেশের মানুষ আন্দোলন করবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের চেয়ারম্যান মো. আলিমুল্লাহ খোকন, চলচ্চিত্র নির্মাতা মো. রাসেল মিয়া, মনিরুল ইসলাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমিরপুরে ঝুটপট্টিতে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
পরবর্তী নিবন্ধদেশে নাজিরশাইল বলে কোনো ধান নেই, মিনিকেট চাল নেই : খাদ্যমন্ত্রী