প্রধানমন্ত্রীর জাপান সফর বাতিল

পপুলার২৪নিউজ প্রতিবেদক:করোনাভাইরাস প্রভাবে দেশের সংকটময় পরিস্থিতি বিবেচনায় জাপানে রাষ্ট্রীয় সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় শেষে এই তথ্য জানানো হয়েছে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ গণভবনে সভা শেষে আওয়ামী লীগের সকল জনসভা ও আলোচনা সভা স্থগিত করার নির্দেশ দিয়েছেন।

পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত সারাদেশে এই স্থগিতাদেশ বলবৎ থাকবে। করোনাভাইরাসের কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

এর আগে, সন্ধ্যায় দেশের বর্তমান পরিস্থিতি ও মুজিববর্ষ উদযাপন নিয়ে জরুরি বক্তব্য প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ইতোমধ্যে সমস্ত প্রয়োজনীয় নির্দেশনা প্রতিটি জেলা-উপজেলায় পাঠানো হয়েছে। এছাড়া সব জেলায় কোয়ারান্টাইনের জন্য আলাদা শয্যা প্রস্তুত করা হয়েছে বলেও জানান তিনি। চলমান পরিস্থিতি আতঙ্কিত না হয়ে জনসাধারণের সচেতনার ওপর তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পূর্ববর্তী নিবন্ধপদ্মা সেতুর ২৬ তম স্প্যান বসতে যাচ্ছে আজ
পরবর্তী নিবন্ধকরোনাভাইরাসে মৃতের সংখ্যা ৪০২৭