আলমগীর নিশান ;
ফটিকছড়িতে নিখোঁজের ৭দিন পর ইউনুস নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
৭ মার্চ শনিবার সকালে এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে দুপুরে লেলাং ইউপির লালপুলস্থ লেলাং খাল থেকে মাটিচাপা অবস্থায় লাশটি উদ্ধার করে ফটিকছড়ি থানা পুলিশ। এ সময় লাশটির হাত-পা বাধা ও মুখ বিক্রিত ও শরীর ফোলা অবস্থায় দেখা যায়।
লাশের গায়ের শার্ট দেখে পরিচয় সনাক্ত করেন নিহতের ভাই বাহাদুর ও অন্যান্যরা। স্থানীয়রা সকালে মাটিচাপা অবস্থায় লাশের পঁচা আঙ্গুল দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
নিহত ইউনুসের ভাই বাহাদুর বলেন, ‘আমার ভাইয়ের সাথে কারো শত্রুতা ছিলোনা। কি কারণে আমার ভাইকে এইভাবে হত্যা করা হলো জানিনা। আমি আমার ভাই হত্যার বিচার চাই।’
নিহত মুহাম্মদ ইউনুস (৩৮) সুন্দরপুর ইউনিয়নের আজিমপুর গ্রামের শহীদুল আজম চেয়ারম্যান বাড়ীর আবুল বশরের ছেলে।
ফটিকছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ বাবুল আকতার বলেন, মাটিচাপা অবস্থায় লালপুলের উত্তর পার্শ্বস্থ লেলাং খাল থেকে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটনে কাজ করছে আমাদের টিম।
উল্লেখ্য যে, গত ১ মার্চ রোববার সন্ধ্যা ৭টা থেকে নিখোঁজ হয় ইউনুস। পরে ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া গেলে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখু্ঁজির পরদিন সকালে থানায় নিখোঁজ ডায়েরী করেন তার স্ত্রী জনি আক্তার।