সংবিধানে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ‘ভুলভাবে উপস্থাপন’ করায় রিট

নিজস্ব প্রতিবেদক:

সংবিধানে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ভুলভাবে উপস্থাপনের কারণে কর্তৃপক্ষের ব্যর্থতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস এই রিট দায়ের করেন। রাজবাড়ীর রায়নগর গ্রামের কাশেদ আলীর পক্ষে তিনি রিটটি দায়ের করেন।

আইনজীবী সুবীর নন্দী দাস বলেন, ‘আবেদনটির ওপর আগামী ৮ মার্চ বিচারপতি তারিক উল হাকিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে।’

এদিকে রিট আবেদনে সংবিধানে থাকা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ভুলটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আরজি জানানো হয়েছে। পাশাপাশি সংবিধানে বঙ্গবন্ধুর ৭ মার্চের পূর্ণাঙ্গ ভাষণটি বাংলা এবং ইংরেজিতে অন্তর্ভুক্তি চাওয়া হয়েছে।

রিটে আইন মন্ত্রণালয়ের সচিব এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের পরিচালকসহ চারজনকে বিবাদী করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজজ বদলির ঘটনায় ইস্যু খুঁজছে বিএনপি : কাদের
পরবর্তী নিবন্ধমোদির আসা নিয়ে অস্থিরতা তৈরি হলে মোকাবেলা করা হবে: পররাষ্ট্রমন্ত্রী