কাজে যোগ দিলেন মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন

পপুলার২৪নিউজ ডেস্ক: কাজে যোগ দিলেন মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাকে স্বাগত জানান কর্মকর্তারা। রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই কর্মদিবস শুরু করেন তিনি। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের অঙ্গীকার করেন মুহিউদ্দিন।

গত শনিবার (২৯ ফেব্রুয়ারি) মুহিউদ্দিন ইয়াসিনকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন রাজা সুলতান আব্দুল্লাহ সুলতান আহমদ শাহ। রোববার (১ মার্চ) শপথ নেন তিনি।

মালয়েশিয়ার রাজনীতিতে গত কয়েক দশক ধরে প্রাধান্য বিস্তারকারী রাজনীতিক ৯৪ বছর বয়সী মাহাথির মোহাম্মদ বলেছেন, ‘মুহিউদ্দিন ইয়াসিনকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া অবৈধ ও বিশ্বাসঘাতকতা’।

তবে মালয়েশিয়ার রাজ পরিবারের মুখপাত্র আহমদ ফাদিল শামসুদ্দীন এক বিবৃতিতে জানান, দেশটির রাজা সংসদের ২২১ সদস্যের সঙ্গে সাক্ষাতের পর জোহর রাজ্যের পাগোহ থেকে নির্বাচিত মুহিউদ্দিন ইয়াসিনের পক্ষে সংখ্যাগরিষ্ঠের মতামত পেয়েছেন।

এ কারণে মালয়েশিয়ার সংবিধান অনুসারে রাজা তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন। মালয়েশিয়ার সংবিধানের ৪৩(২) (এ) ধারা অনুসারে, দেশটির রাজা বেশিরভাগ সংসদ সদস্যের আস্থাভাজন সদস্যকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।

আহমদ ফাদিল শামসুদ্দীন রাজার পক্ষ থেকে জানান, জনগণ ও জাতির স্বার্থে প্রধানমন্ত্রীর পদে নিয়োগে বিলম্ব করা যায় না।

২৪ ফেব্রুয়ারি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ আকস্মিকভাবে পদত্যাগ করেন। পদত্যাগ করলেও মাহাথির মোহাম্মদকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন দেশটির রাজা। মাহাথির পরবর্তী মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী নিয়োগে দেশটির সংসদের ২২১ সদস্যের সাক্ষাৎকার নেন রাজা।

এর আগে, মাহাথির সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মুহিউদ্দিন। প্রধানমন্ত্রী পদে প্রার্থী করতে উপ-প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দল পিকেআরের ১১ জন আইনপ্রণেতা সমর্থন দেন তাকে।

পূর্ববর্তী নিবন্ধখুলনায় ডিজিটাল ব্যাংকিং মেলা ২০২০ অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধরোজায় পণ্যমূল্য নিয়ন্ত্রণে আমদানি ঋণের সুদে ছাড়