মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধীতে কলকাতার ৮ সদস্যের প্রতিনিধির শ্রদ্ধা

মেহের মামুন ( গোপালগঞ্জ ) প্রতিনিধি:

মুজিব বর্ষ উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা জানিয়েছে বিশ্বে বাংলাদেশের প্রথম কূটনৈতিক মিশন কলকাতার ৮ সদস্যের প্রতিনিধি দল।

রোববার সকাল সাড়ে ৯টায় উপ-হাই কমিশনার তৌফিক হাসানের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধী সৌধ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রতিনিধি দলটি। পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে তারা বঙ্গবন্ধুর সমাধী স্থল ঘুর দেখেন ও বঙ্গবন্ধুর দূর্লভ ছবি বঙ্গবন্ধু সমাধী সৌধ কমপ্লেক্সের কিউরেটর নূরুল হকের কাছে হস্তান্তর করেন। এ সময় উপ-হাই কমিশনার তৌফিক হাসানের সহ ধর্মিণী ইসমত জেরিন, দূতালয় প্রধান বি.এম জামাল হোসেন ও সহ-ধর্মিণী আবিদা সুলতানা, কন্স্যুলার মো: বশির উদ্দিন, শেখ সফিউল ইমাম, প্রথম সচিব (প্রেস) ড. মো: মোফাকখারুল ইকবাল ও সহ-ধর্মিণী ড. তাসমীমা বেগম, প্রথম সচিব (রাজনৈতিক-১) শামীমা ইয়াসমীন স্মৃতি ও দ্বিতীয় সচিব শেখ শাফিনুল হকসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে গতকাল শনিবার বিকালে যশোরের বেনাপোল স্থল বন্দর হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসেন প্রতিনিধি দলটি।

পূর্ববর্তী নিবন্ধকোটালীপাড়ায় আজ থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী কবি সুকান্ত মেলা
পরবর্তী নিবন্ধটুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধীতে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির নেতৃবৃন্দের শ্রদ্ধা