ঘাসফুল  PACE প্রকল্পের হাটহাজারীতে নিরাপদ সবজি মেলা অনুষ্ঠিত    

মুজিব উল্ল্যাহ তুষার :
২৭ ফেব্রুয়ারী ঘাসফুলের আয়োজনে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় হাটহাজারী উপজেলা পরিষদ প্রাঙ্গনে নিরাপদ সবজি মেলা অনুষ্ঠিত হয়। মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো: রুহুল আমিন। উদ্বোধন শেষে ঘাসফুল ক্ষুদ্র অর্থায়ন ও আর্থিক অন্তর্ভুক্তিকরণ বিভাগের উপ পরিচালক সৈয়দ লুৎফুল কবির চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা ইনিস্টিটিউট হাটহাজারী এর  উর্ধ¦তন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মোক্তাদির আলম, প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, ধলই ইউপি চেয়ারম্যান মো: আলমগীর জামান, গুমানমর্দ্দন ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান , ছিপাতলী ইউপি চেয়ারম্যান নুরুল আহসান লাবু, মেখল ইউপি চেয়ারম্যান সালাউদ্দীন চৌধুরী, ও গড়দুয়ারা ইউপি চেয়ারম্যান সরওয়ার মোর্শেদ তালুকদার। ঘাসফুল এর রিজিওনাল ম্যানেজার মোঃ নাছির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ঘাসফুল ক্ষুদ্র অর্থায়ন ও আর্থিক অন্তর্ভুক্তিকরণ বিভাগের সহকারী পরিচালক শামসুল হক।
হাটহাজারী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, উন্নয়ন সংস্থা আইডিএফ, ইপসা, মুক্তিপথ উন্নয়ন কেন্দ্র, ঘাসফুল সমৃদ্ধি কর্মসূচি, ঘাসফুল PACE প্রকল্পের নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্র কৃষকবাজারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের উৎপাদিত নিরাপদ সবজি নিয়ে মেলায় অংশ গ্রহণ করেন। আলোচনা সভা শেষ মেলায় অংশগ্রহণকারীদেরকে সম্মননা স্মারক প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য ঘাসফুল ২০১৭ সাল থেকে হাটহাজারী উপজেলার ছয়টি ইউনিয়নে পিকেএসএফ এর সহযোগীতায় PACE প্রকল্প বাস্তবায়ন করছে।
পূর্ববর্তী নিবন্ধএনসিসি ব্যাংকের এবং বাপসা এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে ২ ভাইয়ের বসত ঘর আগুনে পুড়ে ছাই