নিজস্ব প্রতিবেদক: দেশে প্রথমবারের মতো পালিত হতে যাচ্ছে জাতীয় বীমা দিবস। আজ রোববার ১ মার্চ বীমা দিবসটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বীমা দিবস উপলক্ষে গতকাল শনিবার রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনে বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে। কয়েক হাজার বীমাকর্মী ছাড়াও শিক্ষক, ছাত্র অংশগ্রহন করেন। গতকাল শনিবার সকাল ৯টায় র্যালীটি মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে সংসদ ভবনে গিয়ে শেষ হয়। এসময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মোঃ আসাদুল ইসলাম বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআর) চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারী। র্যালীতে উপস্থিত ছিলেন আইডিআরএর সদস্য গকুল চাঁদ াস, বোরহানউদ্দিন, মোশারফ হোসেন, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী প্রমুখ। এছাড়া বাংলাশে ইন্স্যুরেন্স এসোসিয়েশন এর নেতৃবৃন্দ, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম এর নেতৃবৃন্দ, সকল কর্পোরেশন/লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক/মুখ্য নির্বাহী কর্মকর্তাগণ এবং বীমা পেশায় নিয়োজিত কর্মকর্তাগণসহ অংশগ্রহণ করেন।
আজ রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) সকাল ১০টায় দিবসটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আইডিয়ারএ’র চেয়ারম্যান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১ মার্চ ১৯৬০ সালে তৎকালীন আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন। এ দিনটিকে স্মরণ করে গত ১৫ জানুয়ারি অনুষ্ঠিত মন্ত্রীপরিষদ সভায় সিদ্ধান্তের প্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ১ মার্চ জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করা হয়। দিনটি উদযাপন করতে ব্যপক প্রস্ততি নেওয়া হয়েছে বলে তিনি জানান।