দাঙ্গার মধ্যেই বিচারপতি বদলি নিয়ে উদ্বেগ আর বিতর্ক

পপুলার২৪নিউজ ডেস্ক:দিল্লিতে দাঙ্গার মধ্যেই এক বিচারককে বদলির ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। এছাড়া সাম্প্রদায়িক সহিংসতার আগুনে যখন দেশটি জ্বলছে, তখন রাজনীতিবিদদের নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন উঠেছে।

বুধবার ধর্মীয় সহিংসতা নিয়ে একটি পিটিশনের শুনানি করছিলেন বিচারপতি এস মুরালিধর। এতে সরকার ও পুলিশের কঠোর নিন্দা জানান তিনি।

ওই একই রাতে তাকে তাৎক্ষণিক বদলির নির্দেশ আসে। গত কয়েক দশকের মধ্যে এই ভয়াবহ দাঙ্গায় এখন পর্যন্ত ৩৮ জন নিহত হয়েছেন।

রোববার উত্তরপূর্ব দিল্লিতে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভে স্থানীয় বিজেপি নেতাকর্মীরা চড়াও হলে এই দাঙ্গার সূত্রপাত ঘটে।

বিষয়টি নিয়ে বিতর্কের মধ্যে সরকার পক্ষ থেকে বলা হচ্ছে, এ বদলির সিদ্ধান্ত সুষ্ঠু প্রক্রিয়ার মধ্যেই নেয়া হয়েছে এবং এর জন্য বিচারপতির অনুমতিও নেয়া হয়েছিল।

বিজেপি সরকার এটাকে নিয়মমাফিক বদলির ঘটনা বলে উল্লেখ করছে। আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ টুইট করে কংগ্রেসের সমালোচনা করে জানান, গত ১২ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট কলেজিয়াম তার বদলির প্রস্তাব দিয়েছিল।

বিচারপতি মুরলিধরের বদলির বিজ্ঞপ্তি বুধবার রাতে ইস্যু করে কেন্দ্রীয় সরকার। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করে রাষ্ট্রপতি বিচারপতি মুরলিধরকে পঞ্জাব ও হরিয়ানা কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত করা হল।

তবে বিজ্ঞপ্তিতে বদলির জন্য কোনও নির্দিষ্ট সময় দেয়া হয়নি মুরলিধরকে। যদিও সাধারণত এর জন্য ১৪ দিন সময় দেয়া হয়।

এরপরই বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। দিল্লির সাম্প্রতিক পরিস্থিতি আর এ বদলির নির্দেশকে কাকতালীয় মনে করছেন না রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর মতো কংগ্রেস নেতারা।

প্রিয়াঙ্কা টুইট করে লেখেন, এ বদলির নির্দেশ এ মুহূর্তে ততটা বেদনাদায়ক নয়। কিন্তু এটি দুঃখজনক ও লজ্জাজনক।

তার মতে, এ ঘটনা সরকারের পক্ষ থেকে বিচারব্যবস্থার মুখে লাগাম পরানোর সামিল। এতে বিচারব্যবস্থার ওপর জনগণের আস্থা নষ্ট হবে।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী তার টুইটে সুপ্রিম কোর্টের একসময়কার বিচারপতি ব্রিজগোপাল হরকিষেন লোয়ার প্রসঙ্গ তোলেন। ২০১৪ সালে মারা গিয়েছিলেন লোয়া। তিনি সে সময় গুজরাটের সোহরাবুদ্দিন শেখের হত্যা সংক্রান্ত তদন্তের দায়িত্বে ছিলেন। ওই মামলায় অমিত শাহ ছিলেন অন্যতম অভিযুক্ত।

ফলে লোয়ার মৃত্যু নিয়ে তখন বিপুল বিতর্ক হয়েছিল। ২০১৮ সালে সুপ্রিম কোর্ট লোয়ার মৃত্যুকে স্বাভাবিক বলে রায় দিলেও জনমনে তার মৃত্যু নিয়ে প্রশ্ন থেকেই গিয়েছিল।

আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ রাহুলের টুইটের সমালোচনা করে লিখেছেন, ওই মামলার বিচার সুপ্রিম কোর্টে হয়েছিল। যারা প্রশ্ন তুলছেন তারা বিচার ব্যবস্থাকে সম্মান করেন না। রাহুল গান্ধী নিজেকে সুপ্রিম কোর্টের ঊর্ধ্বে মনে করেন কিনা সে প্রশ্ন তোলেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধকরোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২৭৮৮
পরবর্তী নিবন্ধদক্ষিণ কোরিয়ায় ২২২০ জন করোনায় আক্রান্ত