পপুলার২৪নিউজ ডেস্ক: চীনে প্রাণঘাতি করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ৭৮৮ জনে। এ ছাড়া দেশটিতে একদিনে ৩২৭ জন সংক্রমিত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮ হাজার ৮২৪ জনে। চীনা জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে শুক্রবার আলজাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে করোনাভাইরাস এশিয়ার অন্যান্য দেশ এমনকি আফ্রিকায়ও ছড়িয়ে পড়ছে। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে নতুন করে ২৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে ২০২২ জন আক্রান্ত হয়েছেন। আর আফ্রিকার সাব সাহারান দেশগুলোর মধ্যে প্রথম দেশ হিসেবে নাইজেরিয়ায়ও করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, চীন থেকে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস সংক্রমিত হয়ে পড়েছে বিশ্বের ৪৮ দেশে। এ ছাড়া চীনসহ সারা বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ৮২ হাজার এবং মোট মৃত্যু হয়েছে দুই হাজার ৮০০ জনেরও বেশি।
অন্যদিকে করোনাভাইরাসের ঝুঁকি মোকাবেলায় ওমরাহ ও পর্যটন ভিসা স্থগিতের ঘোষণা দিয়েছে সৌদি আরব।
চীনের বাইরে করোনাভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইরানে। দেশটিতে মৃত্যুর সংখ্যা ২৬ জন। সবশেষ ইরানের ভাইস প্রেসিডেন্টও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
চীনের পর করোনাভাইরাস এশিয়ায় সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়ছে দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে এরই মধ্যে মৃত্যু হয়েছে ১৩ জনের।
এশিয়ার বাইরে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা ইতালিতে, সেখানে মৃত্যু হয়েছে ১২ জনের। এ ছাড়া জাপানে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৮ জন।
এদিকে ভারতে বিমানবাহিনীর একটি বিমানে করে উহান থেকে ভারতীয় নাগরিকদের সঙ্গে ২৩ বাংলাদেশিকে দিল্লিতে নিয়ে আসা হয়েছে। সেখানে তাদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
উল্লেখ্য, চীনের উহান থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী।