পপুলার২৪নিউজ প্রতিবেদক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) পাওনা বাবদ আরও এক হাজার কোটি টাকা দিতে গ্রামীণফোন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আগামী তিন মাসের মধ্যে এই টাকা পরিশোধ করতে বলা হয়েছে।
সোমবার সকালে শুনানিতে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এসময় আদালত বলেন, আমরা চাই বিদেশি কোম্পানি রিস্ক ফ্রি ব্যবসা করুক। পাশাপাশি সব নিয়ম মেনে চলুক। পাশাপাশি তিন মাসের মধ্যে গ্রামীণ ফোনের ব্যবসায় কোন ধরণের প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে বিটিআরসিকে আদেশ দেন আপিল বিভাগ।
এর আগে গতকাল বিটিআরসি’র চেয়ারম্যানের কাছে পে অর্ডারের মাধ্যমে ১ হাজার কোটি টাকা জমা দেন জিপির হেড অব রেগুলেটরি অ্যাফেয়ার্স, হোসেন সাদাত।
১৯৯৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত নিরীক্ষা করে রাজস্ব ভাগাভাগি ও কর বাবদ কোম্পানিটির কাছে মোট ১২ হাজার ৫৮০ কোটি টাকা দাবী করে বিটিআরসি।