মুকসুদপুরে বাজার নিরাপত্তা ও আইন শৃঙ্খলা সভা

মেহের মামুন, ( গোপালগঞ্জ ) প্রতিনিধি:

গোপালগেঞ্জের মুকসুদপুর উপজেলা সদরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এবং বাজারের ভবন, সোনা ব্যবসায়িদের নিরাপত্তা বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । রবিবার বিকালে উপজেলা সদর ঈদগাহে মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিমিয় সভার আয়োজন করেন জুয়েলারী দোকান/ মার্কেটের মালিক সমিতি।
মতবিনিময় সভার প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মুকসুদপুর সার্কেল আনোয়ার হোসেন ভুইয়া।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুকসুদপুর পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া। বক্তব্য রাখেন মুকসুদপুর থানার ওসি মীর্জা আবুল কালাম আজাদ, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন, সাপ্তাহিক বাংলার নয়ন পত্রিকার সম্পাদক শহীদুল ইসলাম বেলায়েত প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বাজার বনিক সমিতির সভাপতি জহির হাসান টিটো। সার্বিক পরিচালনা করেন বাজার বনিকি সমিতির সাধারণ সম্পাদক অখিল সাহা। সমাবেশে মুকসুদপুর সদর বাজারের ২ শতাধিক ব্যবসায়িরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত মতবিনিময় সভায় সদর বাজারে চুরি রোধ, পরিচ্ছন্নতা, জানজট নিরসনসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা ও তা নিরুপনের ব্যবস্থা নেয়ার পদক্ষেপ গ্রহন করা হয়।

 

পূর্ববর্তী নিবন্ধভাষা ও সাহিত্যে একুশে পদক পেলেন ড. নূরুন নবী
পরবর্তী নিবন্ধচসিক নির্বাচন বিএনপির কাউন্সিলর প্রার্থীর নাম ঘোষণা