শহীদ মিনারে তিন ধাপে নিরাপত্তা, থাকবে হেলিকপ্টার: র‍্যাব ডিজি

পপুলার২৪নিউজ প্রতিবেদক: একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে তিন ধাপে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। পুলিশের এই এলিট বাহিনীটির মহপরিচালক ড. বেনজীর আহমেদ বলেন, ‘পোশাকধারীদের পাশাপাশি সাদা পোশাকেও থাকবে র‍্যাব সদস্যরা। মোটরসাইকেল ও গাড়ির টহল, ডগ স্কয়াড, বোম ডিস্পোজাল টিম, এমনকি হেলিকপ্টারও স্ট্যান্ডবাই থাকবে। যাতে করে আমরা যেকোনও পরিস্থিতি মোকাবিলা করতে পারি।’

বৃহস্পতিবার  কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

র‍্যাব মহাপরিচালক বলেন, ‘আমরা পুরো শহীদ মিনার এলাকা পাঁচটি সেক্টরে ভাগ করেছি। এই সেক্টরগুলোতে আমরা তিন ধাপে নিরাপত্তা দেবো।’

তিনি বলেন, ‘তিনটি ধাপের প্রথমটি হচ্ছে, শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পূর্ববর্তী সময়। অর্থাৎ এটি এখন চলমান। দ্বিতীয় ধাপ শুরু হবে সন্ধ্যা থেকে, যা চলবে আগামীকাল দুপুর পর্যন্ত। এরপরেও তৃতীয় ধাপে আমাদের নিরাপত্তা বলবৎ থাকবে।’

এছাড়া একুশে ফেব্রুয়ারির দিনটিতে শহীদদের কবরে শ্রদ্ধা জানাতে অনেকেই আজিমপুর কবরস্থানে যান, সেখানেও র‍্যাবের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলেও জানান বেনজীর।

পাশাপাশি ঢাকার বাইরে সব বিভাগীয় শহরের শহীদ মিনারগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র‍্যাব প্রধান।

নিরাপত্তার কোনও হুমকি আছে কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বেনজীর বলেন,  ‘আমরা সমস্ত গোয়েন্দা সংস্থার সাথে সমন্বয় করে কাজ করছি। আমাদের নিজস্ব গোয়েন্দারাও স্যোসাল মিডিয়াসহ অন্যান্য বিষয়গুলোতে নজর রাখছে। এখন পর্যন্ত নিরাপত্তার কোনও হুমকি নেই।’

বর্তমান সময়ে ‘নিরাপত্তা হচ্ছে অক্সিজেনের মতো’ জানিয়ে বেনজীর আহমেদ আরও বলেন, ‘অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না, তেমনি নিরাপত্তা ছাড়াও মানুষ এক মুহূর্ত বাঁচতে পারবে না।’

নিরাপত্তাকে অতিরিক্ত বিষয় হিসেবে না দেখে দৈনন্দিন জীবনের অংশ হিসেবে দেখার আহ্বান জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধইরানে করোনাভাইরাসে দুই জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধদেশের ইতিহাস বারবার বিকৃত হয়েছে: প্রধানমন্ত্রী