গোপালগঞ্জে গুরুত্বপূর্ন স্থানে অর্ধ শতাধিক স্থাপনা উচ্ছেদ

গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জে মুজিববর্ষ পালন উপলক্ষ্যে ঢাকা-খুলনা মহাসড়কের সৌন্দর্য বর্ধনের জন্য গুরুত্বপূর্ন স্থানে অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গোপালগঞ্জ সড়ক ও পনপথ বিভাগ এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

বুধবার দিনব্যাপী ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার ঘোনাপাড়া বাসষ্টান্ডে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুরর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কের জায়গার সকল প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মহাসড়কের এসকল গুরুত্বপূর্ন স্থানে লাইটিং, বিভিন্ন ফুলের চারা রোপন ও এলইডি মনিটর স্থাপন করা হবে। উচ্ছেদ অভিযানের নেতৃত্বে দেন গোপালগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুর এ আলম রনি। এসময় গোপালগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ শাকিরুল ইসলাম, এসও মোঃ রাহাত খান, সার্ভেয়ার শিবলী সাদিক উপস্থিত ছিলেন। অবৈধ স্থপানা উচ্ছেদ অভিযান অব্যাহত চলবে বলে জানায় সওজ কর্তৃপক্ষ।

পূর্ববর্তী নিবন্ধজাসদের গোপালগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধগোপালগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার