দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী নেই: আইইডিসিআর

পপুলার২৪নিউজ প্রতিবেদক: করোনাভাইরাস নিয়ে অতটা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বাংলাদেশে এখনও পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত রোগী পাওয়া যায়নি।

মঙ্গলবার দুপুরে মহাখালীর আইইডিসিআর ভবনে করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, দেশে করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। এখন পর্যন্ত ভাইরাস আক্রান্ত রোগী মেলেনি। ভাইরাস সন্দেহে যাদের নমুনা পরীক্ষা করা হয়েছে, তাদের মধ্যে করোনার উপস্থিতি পাওয়া যায়নি।

ডা. সেব্রিনা ফ্লোরা আরও বলেন, এখন পর্যন্ত আমরা ৭২ জনের নমুনা সংগ্রহ করেছি। এর মধ্যে তিনজন চীনা নাগরিক। আমরা কারও নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি পাইনি। সুতরাং আমরা বলতে পারি– বাংলাদেশে এখনও করোনাভাইরাস মুক্ত।

প্রসঙ্গত চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এ পর্যন্ত ১৮৮৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫-৭ জন বাদে সবাই চীনে মারা গেছেন।

পূর্ববর্তী নিবন্ধচসিক নির্বাচনে বিএনপির আলোচনায় যারা
পরবর্তী নিবন্ধনতুন একক অ্যালবাম নিয়ে আসছেন ঐশী