দগ্ধ মায়ের পর চলে গেলেন ছেলেও

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকায় আগুনে দগ্ধ একই পরিবারের আটজনের মধ্যে আরও একজন মারা গেছেন। ওই ঘটনায় এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো দুইয়ে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুরজাহান বেগম (৬০)। আর মধ্যরাতে মারা যান নুরজাহানের ছেলে
কিরণ মিয়া। কিরণ মিয়ার শরীরের ৭০ শতাংশ পোড়া ছিল।

ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

কিরণের অবস্থা আশঙ্কাজনক ছিল বলে আগেই জানা গেছিল। এ ছাড়া দগ্ধদের মধ্যে আবুল হোসেন ও কাওছার নামে আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক।

গ্যাসলাইন লিকেজ থেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকার একটি বাসায় একই পরিবারের ৮ জন দগ্ধ হন।

দগ্ধরা বাকিরা হলেন- মো. হিরণ মিয়া, মুক্তা, আপন ও লিমা।

 

পূর্ববর্তী নিবন্ধদিনাজপুরে দুপক্ষের গোলাগুলিতে সাবেক পৌর কাউন্সিলর নিহত
পরবর্তী নিবন্ধলাখ টাকা বেতন পেতাম, পদত্যাগ করায় ড্রাইভার চলে গেছে: ব্যারিস্টার সুমন