পেঁয়াজের দাম কিছুটা কমলেও অধিকাংশ সবজির দাম বাড়তি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে কাচা বাজারগুলোতে সপ্তাহ ব্যবধানে পেঁয়াজের দাম কিছুটা কমলেও অধিকাংশ সবজির দাম বেড়েছে। আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে। গত সপ্তাহে ১২০-১৩০ টাকা কেজিতে বিক্রি হওয়া পেঁয়াজের দাম কমে ৯০-১১০ টাকা হয়েছে। এ হিসেবে পেঁয়াজের দাম সপ্তাহের ব্যবধানে কেজিতে ৪০ টাকা পর্যন্ত কমেছে। পেঁয়াজের দামের বিষয়ে় মিরপুরের ব্যবসায়ী সিরাজ বলেন, শ্যামবাজারে পেঁয়াজের দাম কমায় আমরা কম দামে বিক্রি করছি। মিয়ানমারের পেঁয়াজের সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে। সামনে হয়তো দাম আরও একটু কমতে পারে। এদিকে লাউ, করলা, টমেটো, শসা, শিম, শালগম, মুলা, গাজর, ফুলকপি, বাঁধাকপি, বেগুনে বাজার ভরপুর থাকলেও দাম বেশ চড়া। ফলে ভরা মৌসুমেও সবজির দাম বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে বেশ ভোগাচ্ছে। গত সপ্তাহের মতো এখনও বাজারে দামি সবজির তালিকায় রয়েছে করলা। তিতা এ সবজিটির কেজি বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকা। ১০০ টাকার ঘরে থাকা সবজির তালিকায় আরও আছে- লাউ, বরবটি এবং কচুর লতি। বাজার ও আকার ভেদে লাউ বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকা পিস। বরবটির কেজি ৮০-১০০ টাকা। একই দামে বিক্রি হচ্ছে কচুর লতি। গত সপ্তাহের মতো শসা বিক্রি হচ্ছে ৩০-৫০ টাকা কেজি। পেঁপে ৩০-৪০ টাকা, দেশি পাকা টমেটোর কেজি ৪০-৫০ টাকা। সপ্তাহের ব্যবধানে দাম অপরিবর্তিত রয়েছে শিম, ফুলকপি, বাঁধাকপি, শালগম ও গাজরের। ভালোমানের শিমের কেজি বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা। ফুলকপি পিস বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকা। একই দামে বিক্রি হচ্ছে বাঁধাকপি। গাজর বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা কেজি। শালগম বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা কেজি। সবজির চড়া বাজারে নতুন করে দাম বেড়েছে বেগুন, মুলা, কাঁচা মরিচের। গত সপ্তাহে ২০-২৫ টাকা কেজি বিক্রি হওয়া মুলার দাম বেড়ে় ৩০-৩৫ টাকা হয়েছে। ৩০-৪০ টাকার বেগুন দাম বেড়ে় ৫০-৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের পোয়া (২৫০ গ্রাম) বিক্রি হচ্ছে ২০-২৫ টাকা, যা পত সপ্তাহে ছিল ১৫-২০ টাকা। ফার্মগেট বাসিন্দা কাসেম বলেন, শীতের ভরা মৌসুমে সবজির এতো দাম আগে দেখিনি। বরাবরের মতো এবারও শীতের শুরু থেকেই বাজারে ভরপুর সবজি আসছে, কিন্তু দাম কমেছে না। বাজারে কার্যকর তদারকি না থাকাতেই সবকিছুর দাম এমন চড়া। এদিকে মাছ বাজার ঘুরে দেখা গেছে, রুই মাছ ১৮০- ৪০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া তেলাপিয়া ১৩০-১৭০, শিং ৩০০-৪৫০, শোল মাছ ৪০০-৭৫০, পাবদা ৩৫০-৪৫০, টেংরা ৪৫০-৫০০, নলা ১৮০-২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মাছ ও মাংসের দাম সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত রয়েছে। ব্রুয়লার মুরগি বিক্রি হচ্ছে ১২০-১২৫ টাকা কেজি। পাকিস্তানি কক ২০০-২২০, লাল লেয়ার বিক্রি হচ্ছে ২৯০-২১০ টাকা কেজি। গরুর মাংস ৫৫০-৫৭০ এবং খাসির মাংস ৭০০-৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধসামান্য ভুল করলেও যুক্তরাষ্ট্র ও ইসরাইলে হামলা করা হবে: ইরান
পরবর্তী নিবন্ধকরোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোয় ৫ জন পুলিশ হেফাজতে