রোহিঙ্গা পরিচয়ে কেউ ফেরত আসেনি: পররাষ্ট্রমন্ত্রী

সৌদি আরব বা অন্য কোনো দেশ থেকে রোহিঙ্গা পরিচয়ে বাংলাদেশে কোনো ব্যক্তি ফেরত আসেননি বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। একই সঙ্গে সৌদি আরবে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে কোনো রোহিঙ্গা ফেরত যাওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

বুধবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ‘বিমসটেক ট্র্যাডিশনাল হেলথ কেয়ার-২০২০’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সময় অনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

সৌদি আরবে বাংলাদেশি পাসপোর্টধারী রোহিঙ্গাদের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানানো হয়নি। সেখানে আমাদের বাংলাদেশি দূতাবাস এবং সৌদি সরকার কোনোপক্ষই আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানায়নি। জানালে আমরা এর প্রতিবাদ করব।

সম্প্রতি বাংলাদেশকে একাধিক চিঠি দিয়ে সৌদিতে বাংলাদেশের পাসপোর্টধারী ৪২ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সৌদি সরকার চাপ দিচ্ছে বলে দেশের কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। বিষয়টি কয়েকদিন আগে আবুধাবিতে অনুষ্ঠিত বাংলাদেশের রাষ্ট্র্রদূত সম্মেলনের আলোচনাতেও এসেছে বলে গণমাধ্যমে উঠে আসে।

মোমেন আরও বলেন, সৌদিতে এখন অর্থনৈতিক অবস্থা ভালো যাচ্ছে না। সেখানে আমাদের দেশের অনেক প্রবাসী আছেন, যাদের কাজ নেই। আর এটা স্বাভাবিক, কাজ না থাকলে দেশে চলে আসবেন তারা। তবে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে রোহিঙ্গা যাওয়া এবং ফেরত আসার কোনো ঘটনা ঘটেনি। সৌদি বা অন্য কোনো দেশ থেকেও রোহিঙ্গা পরিচয়ে কোনো ব্যক্তি ফেরত আসেনি।

এ সময় অবৈধভাবে বিদেশ যাত্রা নিয়েও কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এ বিষয়ে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধসমন্বিত ভর্তি পরীক্ষায় রাজি ‘ঢাবি ও বুয়েট’
পরবর্তী নিবন্ধপ্রতি মাসে এক লাখ টাকা করে পাবে আকবররা : পাপন