পোপ ফ্রান্সিসের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পপুলার২৪নিউজ ডেস্ক:

ভ্যাটিকান সিটিতে ক্যাথোলিক খ্রিস্টানদের আধ্যাত্মিক নেতা পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে ইতালির রাজধানী রোমের কাছে অবস্থিত ভ্যাটিকান সিটি যান এবং পোপের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম বলেন, ‘প্রধানমন্ত্রী সেখানে কিছু সময় অবস্থান করেন এবং পোপের সঙ্গে কুশল বিনিময় করেন।’

এ সময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন উপস্থিত ছিলেন।

শেখ হাসিনা বিকেলে একটি ট্রেনে ইতালির মিলান নগরীর উদ্দেশে রওনা দেবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতের আমন্ত্রণে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে চার দিনের সরকারি সফরে ইতালি পৌঁছান।

পূর্ববর্তী নিবন্ধব্যাংকের কাছে সরকারের দেনা ১ লাখ ৯৬ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী
পরবর্তী নিবন্ধইতিহাস গড়ে যুব বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ