ওবায়দুল কাদেরকে দেখতে বিএসএমএমইউয়ে রাষ্ট্রপতি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেখতে গিয়েছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রবিবার রাত সাড়ে ৮টার দিকে সস্ত্রীক সেখানে যান তিনি। ওবায়দুল কাদেরের গণসংযোগ কর্মকর্তা আবু নাসের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রাষ্ট্রপতি প্রায় আধঘণ্টা বিএসএমএমইউতে অবস্থান করেন। তিনি ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এসময় বিএসএমএমইউ উপাচার্য কনক কান্তি বড়ুয়া, উপ-উপাচার্য শহীদুল্লাহ সিকদারসহ চিকিৎসক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত শুক্রবার সকালের দিকে শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউর কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়।

পূর্ববর্তী নিবন্ধঢাকা উত্তর পোস্টার মুক্ত করা হবে ৩ দিনে: আতিক
পরবর্তী নিবন্ধআমাদের শিল্প-সংস্কৃতিকে বিশ্ব দরবারে পৌঁছাতে চাই: প্রধানমন্ত্রী