অস্ত্রসহ ঢাকা উত্তরের কাউন্সিলর প্রার্থী আটক

পপুলার২৪নিউজ প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ২৪ নং ওয়ার্ডের স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী প্রকৌশলী তালুকদার সারওয়ার হোসেনকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় আওয়ামী লীগের দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষের সময় তাকে আটক করা হয়।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব বিজয় তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কর্তব্যরত ম্যাজিস্ট্রেটের নির্দেশে ২৪ নং ওয়ার্ডের স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী প্রকৌশলী তালুকদার সারওয়ার হোসেনকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।

স্থানীয়রা জানান, ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিউল্লাহ শফি শুক্রবার দুপুরে মসজিদে নামাজ আদায় শেষে মুসল্লিদের মুখে বলাবলি শুরু হয় শফিকে গুলি করতে আসছেন স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী তালুকদার সারওয়ার হোসেন আসেন। এই নিয়ে একপর্যায়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। তখন স্বতন্ত্র প্রার্থী তালুকদার সারওয়ারকে অস্ত্রসহ আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

 

পূর্ববর্তী নিবন্ধমেয়র প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন?
পরবর্তী নিবন্ধভোটকেন্দ্রের আশপাশে বহিরাগত দেখলেই আটক