বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি সারাবিশ্বে প্রশংসনীয়: আইনমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক:বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সারাবিশ্বে প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব নাগরিকের মৌলিক মানবাধিকার নিশ্চিত করেছেন।

মঙ্গলবার রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে ‘ইমপ্লিমেন্টেশন অব দ্য থার্ড পেরিওডিক রিভিউ অব বাংলাদেশ’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

আনিসুল হক বলেন, আমাদের মানবাধিকার পরিস্থিতি অত্যন্ত ভালো। এ বিষয়ে নতুন আরও কী করা যায়, মানবাধিকার আরও শক্তিশালী করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কাজ করছি। সংবিধানে মৌলিক মানবাধিকার নিশ্চিত করা হয়েছে। তারপরও নতুন কিছু যোগ করা যায় কিনা, সেটি নিয়ে আমরা কাজ করছি। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. একেএম আবদুল মোমেন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধএমপি-মন্ত্রীর নির্দেশে পরিচালিত হবেন না: হাইকোর্ট
পরবর্তী নিবন্ধপ্রথম স্ত্রীর ছেলে-মেয়েদের যত্ন নেননি সাইফ