মুকসুদপুরে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালন

মেহের মামুন ( গোপালগঞ্জ ) প্রতিনিধি:

“ জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি” এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালিত হয়েছে। মঙ্গলবার উপজেলার ফারুক খান মিলনায়তনে উপজেলা প্রসাশনের আয়োজনে দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়। মেলায় অংশগ্রহন করে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসা। বিকালে বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানকে পুরষ্কার তুলে দেয়া হয়।
মেলায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন উদ্ভাবনা প্রদর্শন করে। মেলায় অংশগ্রহনকারী শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে নজর কেড়েছে বাটিকামারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সরকারী এসজে মডেল উচ্চ বিদ্যালয়, হাদিউজ্জামান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, জেকে এমবি মল্লিক উচ্চ বিদ্যালয় ।
মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি আসমত হোসেন মেলায় অংশগ্রহনকারী শিক্ষা প্রতিষ্ঠানের উদ্ভাবনা প্রদর্শন করেন।

পূর্ববর্তী নিবন্ধলক্ষ্মীপুরে স্কুলছাত্রী ধর্ষণের পর হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড বহাল
পরবর্তী নিবন্ধএবিএম আজাদ চট্টগ্রামের নতুন বিভাগীয় কমিশনার