ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলব: ইশরাক

পপুলার২৪নিউজ প্রতিবেদক:আমি ঢাকার সন্তান। ঢাকার সকল সমস্যার মধ্য দিয়েই আমার বেড়ে উঠা। আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হয়ে এসব সমস্যা সমাধান করে ঢাকাকে একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলব বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

সোমবার জাতীয় প্রেস ক্লাবের সাংবাদিক নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

ইশরাক আরো বলেন, আপনারা জানেন, বর্তমানে ঢাকা বিশ্বের সবচেয়ে বসবাসের অযোগ্য নগরী হিসেবে পরিচিত। বায়ুদূষণের দিক থেকেও আমরা এক নম্বরে আছি। কিছুদিন আগে নারী ও শিশুদের বসবাসের জন্য অনিরাপদ শহরের একটি তালিকা বের হয়েছিলো, সেখানেও ঢাকার স্থান সবার প্রথম। মেয়র হিসেবে নির্বাচিত হলে এসকল সমস্যার সমাধান করব।

পূর্ববর্তী নিবন্ধট্রাম্পকে আরও ৪ বছর সহ্য করার ক্ষমতা মার্কিনিদের নেই: হিলারি
পরবর্তী নিবন্ধচীন থেকে ফিরতে ইচ্ছুকদের সহায়তায় প্রধানমন্ত্রীর নির্দেশ