চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ ৩১ জেলে হত্যা মামলার আসামি নিহত

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম মোরশেদ আলম (৩৫)।

রোববার ভোরে উপজেলার বানীগ্রাম লটমুনি পাহাড় এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

র‌্যাবের দাবি, নিহত মোরশেদ আলম বঙ্গোপসাগরের দস্যু। তার বিরুদ্ধে ৩১ জেলেকে পানিতে ফেলে হত্যা মামলাসহ দুই ডজনের অধিক মামলা রয়েছে। মোরশেদ বাঁশখালী উপজেলার চাম্বল এলাকার বাসিন্দা।

এ সময় ঘটনাস্থল থেকে চারটি অস্ত্র, তিনটি রামদা ও ১৯ রাউন্ড গুলি জব্দ করা হয়।

র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, বাঁশখালীর বানীগ্রাম লটমুনি পাহাড় এলাকায় ডাকাত দলের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়। এর পর ঘটনাস্থলে মোরশেদ আলমের মরদেহ পাওয়া যায়।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি থ্রি কোয়ার্টার গান, দুটি ওয়ান শুটারগান, ১৯ রাউন্ড গুলি ও তিনটি রামদা জব্দ করা হয়। তিনি আরও জানান, মোরশেদ আলম বঙ্গোপসাগর এলাকার কুখ্যাত দস্যু। তার বিরুদ্ধে ৩১ জেলে হত্যা মামলাসহ দুই ডজনের অধিক মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমুজিববর্ষ উপলক্ষে উদ্বোধন হবে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম
পরবর্তী নিবন্ধময়মনসিংহে ট্রাকের ধাক্কায় দুই অটোরিকশা আরোহী নিহত