পৌনে তিন ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

ঘন কুয়াশার কারণে দীর্ঘ পৌনে তিন ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুট দিয়ে ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার  সকাল সাড়ে ৯টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় এ রুটে ফেরি চলাচল শুরু হয়।

এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে আটকা পড়েছে কয়েকশ যানবাহন।

এর আগে সকাল পৌনে ৭টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌ দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এ সময় তীব্র শীতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আব্দুল্লাহ রনি জানান, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল শুরু হয়েছে। বর্তমানে এ রুটে ছোট-বড় ১৫টি ফেরি চলাচল করছে।

পূর্ববর্তী নিবন্ধশ্রাবন্তীর গোপন ভিডিও ফাঁস করে দিলেন রোশন
পরবর্তী নিবন্ধআজ ই-পাসপোর্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী