সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলারবাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসার বহিস্কৃত সহকারি শিক্ষক মাওলানা শামিমুল হকের অপপ্রচারে ফুঁসে উঠেছে এলাকাবাসী। বহিস্কৃত ওই শিক্ষক যুক্তরাজ্যে অবস্থান করে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার করায় বিক্ষুব্দ এলাকাবাসী তীব্র নিন্দা জানিয়ে এক প্রতিবাদ সভার আয়োজন করে। পরিচালনা কমিটির উদ্যোগে সোমবার দুপুরে মাদরাসা মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সভাপতি মছলু মিয়া দুদু। মাদ্রাসার সুপার মাওলানা জুনাইদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, আলী আকবর, মবশ্বির আলী, আশিক মিয়া, মসিক মিয়া, আবদুর রব, নজরুল ইসলাম, আশক আলী, আবদুল কাহার, আবদুল মমিন, রফিকুল ইসলাম তহসিল, মাদ্রাসার সহ-সুপার মাওলানা আলিম উদ্দিন, শিক্ষক ফয়জুল ইসলাম, মাওলানা আবদুল করিম, জুনেদ মিয়া প্রমূখ।
বক্তারা বলেন, বরখাস্তকৃত শিক্ষক মাওলানা শামিমুল হক দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তিনি ২০০৮ইং সাল থেকে মোট চারবার যুক্তরাজ্য ভ্রমনে গেলেও মাত্র একবার প্রতিষ্ঠানের অনুমতি নিয়েছিলেন। মাদ্রাসা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া প্রবাসে অবস্থান করায় তাকে ৩ দফা কারণ দর্শানোর নোটিশ প্রদানের পর সরকারি বিধি অনুযায়ি মাদ্রাসা বোর্ডের রেজিস্ট্রার সিদ্দিকুর রহমান স্বাক্ষরিত এক আদেশে সম্প্রতি সহকারি শিক্ষক মাওলানা শামিমুল হককে বরখাস্তের আদেশ প্রদান করেন।